চট্টগ্রাম: নগরের লালখান বাজার এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারে সহযোগিতার অভিযোগে দুই হোটেল কর্মচারীকে তিন মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় হোটেল নিরিবিলি’র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ অভিযান চালায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।
দন্ডপ্রাপ্ত দুজন হলেন- মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ আব্দুর গফুর (২৬)।
কেজিডিসিএল এর সহকারী কর্মকর্তা (জনসংযোগ ও সমন্বয়) মোঃ কুতুবুর রহমান জানান, টাইগারপাসের মামা-ভাগ্নে মাজার সংলগ্ন মেসার্স হোটেল নিরিবিলি নামের বাণিজ্যিক গ্রাহকের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হোটেলটিতে মিটার বাইপাস করে অবৈধ গ্যাস সংযোগ স্থাপন করে ৪৫ সিএফটির ০১টি, ২৫ সিএফটির ৪টি ষ্টার বার্ণার ও ২১ সিএফটির ১টি দ্বৈতচুলায় গ্যাস সংযোগ দেয়া হয়েছিল। চুলাগুলির মধ্যে কয়েকটিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে দেখতে পায় অভিযান দল।
তিনি বলেন, পরে গ্রাহকের ডায়াফ্রাম জি-৪ মিটার খুলে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগ দেখভাল ও সহযোগীতার কারণে ঘটনাস্থল থেকে দুইজন কর্মচারীকে আটক করা হয়। পরে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
অভিযানের সময় কেজিডিসিএল এর ভিজিল্যান্স টীমের ব্যবস্থাপক প্রকৌঃ হাসান সোহরাব উপস্থিত ছিলেন।