মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ট্রাকের ধাক্কায় চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিহত

| প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০১৬ | ২:৩০ অপরাহ্ন

road accidentচট্টগ্রাম: ফেনীতে ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমামুল হক রাসেল (২৬) নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে নোয়াখালীর গ্রামের বাড়ি থেকে ফেরার পথে ফেনীতে রাসেলের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেলের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসার আগেই রাসেলের মৃত্যু হয়।