মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ব্র্যাক কর্মীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

| প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০১৬ | ৮:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় লুৎফর রহমান নামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হাটহাজারী উপজেলার ছিপাতলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ব্র্যাকের ফরহাদাবাদ শাখার ব্যবস্থাপক আবদুর রহিম জানান, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার লুৎফুর রহমান গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন। ছিপাতলি এলাকায় সিএনজি অটোরিকশা করে আসা ছিনতাইকারীরা তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার পেটে, বুকের ওপরে এবং বাম হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারীর একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাটহাজার্রী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, ছিপাতালি এলাকায় ব্র্যাকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।