মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বাকপ্রতিবন্ধী শিশু উদ্ধার

| প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০১৬ | ১:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে বাকপ্রতিবন্ধী এক মেয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়েছে স্থানীয়রা। সোমবার দিবাগত রাত একটার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়।

বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান জানান, সোমবার ফ্রি-পোর্ট এলাকা থেকে স্থানীয়রা আনুমানিক ১৩ বছর বয়সী মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেয়েটি বাকপ্রতিবন্ধী। তাকে থানা হেফাজতে রাখা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজে কেউ থানায় আসেনি।

স্বজনের সন্ধান পাওয়া না গেলে ওই শিশুটিকে সমাজসেবা অধিদফতরের শেল্টার হোমে রাখা হবে বলেও জানান তিনি।