চট্টগ্রাম: চট্টগ্রামে খাদ্য মন্ত্রণালয়ের ৩৩ হাজার মেট্রিকটন গম আত্মসাতের মামলায় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মোহাম্মদ নোমানের আদালতে ওই ব্যবসায়ী আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের এ আদেশ দেন।
সাইফুল ইসলাম ঢাকার পুরানা পল্টনের রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলস লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। মামলাটি দায়ের করেন খুলনার মেসার্স হাজী আশরাফ আলী এন্ড সন্স নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার শেখ আজিজুল হক।
বন্দর থানার এসআই সঞ্জয় কুমার সিনহা জানান, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি অনুসারে ২০১৪ সালের ৬ আগস্ট মেসার্স সামজিন কোম্পানি লিমিটেড নামে একটি কোরিয়ান প্রতিষ্ঠান ৩৩ হাজার মেট্রিকটন গম চট্টগ্রাম বন্দরে আনে। মেসার্স হাজী আশরাফ আলী এন্ড সন্স গমগুলো খালাস করে খাদ্য বিভাগকে দেয়ার জন্য সামজিনের কোম্পানির পক্ষ থেকে চুক্তিবদ্ধ হয়েছিল। কিন্তু সামজিনের এদেশীয় শিপিং এজেন্ট জে কে শিপিং লাইনস ২০১৪ সালের ৭ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ২৭ মে সময়ের মধ্যে গুদাম থেকে ৩৩ হাজার মেট্রিকটন গোপনে বিক্রি করে দেয়। এ ঘটনায় ২০১৫ সালের ৩০ মে শেখ আজিজুল হক বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সাইফুল ইসলাম ঢাকার পুরানা পল্টনের রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলস লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
আসামিদের মধ্যে গুদাম মালিক নগরীর পূর্ব মাদারবাড়ির আব্দুল মালেক মাঝি ইতোপূর্বে জামিন নিয়েছেন। মামলার বাকি তিন আসামি পলাতক আছেন। তারা হলেন- জে কে শিপিং লাইনসের স্বত্তাধিকারী নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, আব্দুল মালেক এবং ঢাকার বনানীর মেসার্স স্টিলফেয়ার গার্মেন্টসের আক্তারুজ্জামান খান মামুন।