মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সিটি মেয়রের সাথে চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যানের সাক্ষাত

| প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০১৬ | ৬:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ড. এস এম নজরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে নগরভবনে এই সাক্ষাত হয়।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান বলেন, নগরবাসীর পানির চাহিদা পুরনে আমি অঙ্গিকারাবদ্ধ। ব্যক্তি জীবনে আমি একজন প্রকৌশলী। বুয়েটে বিভিন্ন ফ্যাকালটির চেয়ারম্যান, ডিন এবং বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করা ছাড়াও বুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর দায়িত্বে ছিলাম। এ ছাড়াও তিনি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ডিন ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জানান, চট্টগ্রামের প্রতি দায়িত্ববোধ থেকে এই দায়িত্বকে তিনি আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। তিন বছর বোর্ড চেয়ারম্যান পদে থাকাকালিন সময়ে তিনি মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সিটি মেয়র নতুন চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, গুরুত্বের দিক দিয়ে চট্টগ্রাম দেশের এক নম্বর এলাকা। চট্টগ্রামে বন্দর ও প্রাকৃতিক সৌন্দর্য দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামবাসীর পয়ঃনিষ্কাষন ও সুপেয় পানির চাহিদা শতভাগ পুরন হলে চট্টগ্রামে বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে এবং নগরবাসী শান্তি স্বস্তিতে বসবাস করতে পারবে। মেয়র আশা করেন, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে দক্ষতার সাথে চট্টগ্রামবাসীর সার্বিক কল্যাণ করতে সক্ষম হবে। এ সময় প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।