চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ২০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ মন্টু শেখ (২৫) যশোরের কোতোয়ালী থানার শেখ হাটিজামরুল তলার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি আবু সৈয়দ মোঃ শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় ড্যাশবোর্ডে বাক্সের ভেতর লুকানো অবস্থায় প্যাকেট ভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়।
তিনি বলেন, ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল ট্রাক চালক। টেকনাফের তালহা ও রামুর জামাল উদ্দিন নামে দুই ব্যক্তি তাকে ইয়াবাগুলো দিয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে।