
ঢাকা : দুদকের দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। আদালতের নির্দেশের পর সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে হাইকোর্ট থেকে শাহবাগ থানা পুলিশের কাছে সপর্দ করা হয়।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্ট এলাকা শাহবাগ থানার আওতাধীন। তাই ডিআইজি মিজানকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে থাকতে হবে। পুলিশ হেফাজতে নেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিচারিক আদালতে হাজির করতে হবে।
রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক শাহবাগ থানায় সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশে আমরা ডিআইজি মিজান শাহবাগ থানায় নিয়ে এসেছি। দিনের সময় শেষ হয়ে যাওয়ায় আজ তাকে নিম্ন আদালতে হাজির করা যায়নি। মঙ্গলবার (২ জুলাই) সকালে ডিআইজি মিজানকে মহানগর হাকিমের আদালতে নিয়ে যাওয়া হবে। সে পর্যন্ত তাকে শাহবাগ থানায় রাখা হবে।
একুশে/এসসি