সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২

| প্রকাশিতঃ ২০ জুলাই ২০১৯ | ৯:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন।

আহতরা হলেন, পর্দাথবিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র্র হযরত আলী তালুকদার রাফী ও মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মো. মনসুর আলম।

আহত দুইজন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

আহত তালুকদার রাফি বলেন, কলেজের বাইরে ওত পেতে থাকা সবুজের অনুসারী আমার ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার সাথে আহত মনসুর আলমকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন একুশে পত্রিকাকে বলেন, আজ দুপুরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

একুশে/এসসি