
ফিলিপাইন : ফিলিপাইনে শক্তিশালি ভূমিকম্পে সড়কে ফাটল দেখা দিয়েছে। ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচলও বন্ধ রয়েছে। ধসে পড়েছে অসংখ্য বাড়ি-ঘর। শক্তিশালি ভূমিকম্পে অন্তত আটজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ২০ মিনিট পর বাটানস প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
বাটানস প্রদেশীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের প্রধান রোলডান এসকুদিল এক সাক্ষাতকারে বলেছেন, ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
একুশে/ডেস্ক/এসসি