সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবিতে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

| প্রকাশিতঃ ৩১ জুলাই ২০১৯ | ৮:৪১ পূর্বাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত যশোরের বাসিন্দাদের সংগঠন ‘যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনের প্রধান উপদেষ্টা অমিত কুমার বসু উক্ত কমিটির অনুমোদন দেন।

কমিটিতে মো. মনিরুজ্জামান বাবুকে সভাপতি ও তানজিল আহমেদ হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মো. আবির মামুনকে সহ সভাপতি ও মীর রাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোশতাক আহমেদ, মাসুমা আক্তার মিমি ও আসাদুজ্জামান রুপমকে। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান শান্ত।

আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে প্রধান উপদেষ্টা বরাবর জমা দিতে নির্দেশনাও দেওয়া হয়েছে।