
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে অবনতি ঘটছে তা বলা বাহুল্য। এই জেরে জলপথে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা করছে ভারত। যে কারণে নিজেদের নিরাপত্তা বাড়িয়েছে দেশটির নৌসেনা। দেশের ৭,৫১৪ কিমি দীর্ঘ উপকূলের উপর বিশেষ নজরও বাড়িয়েছে বাহিনীটি।
আজ শুক্রবার ভারতীয় নৌসেনার এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমে জানিয়েছেন, তাদের ওপর এই মুহূর্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। উপকূল বরাবর নজরদারি রাখার জন্য রাডার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের বিস্তারিত অঞ্চলে নতুন গতিবিধি শুরু করেছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাই কুখ্যাত পাক সন্ত্রাসবাদী রউফ আজগর। তাকে সম্প্রতি পঞ্জাবের নিকটবর্তী আন্তর্জাতিক সীমান্তের কাছে দেখা গিয়েছে।
নিরাপত্তার স্বার্থে মৎস্যজীবীদের নৌকায় ‘বন্ধু না শত্রু’ চিহ্নিতকরণ প্রক্রিয়া চালুর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে নৌসেনা।