সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে স্কুলছাত্র সানি খুনের মামলায় দুই আসামি কারাগারে

| প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০১৯ | ৫:৪৮ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রামে স্কুলছাত্র জাকির হোসেন সানিকে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত এই আদেশ দিয়েছেন বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানান।

তারা হলেন, আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)। দুজনই সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করেন।

গত ২৬ আগস্ট দুপুরে নগরের খুলশী থানার ওমর গণি এমইএস কলেজ গেটের বিপরীতে সানিকে ছুরিকাঘাতে খুন করা হয়। সাদা শার্ট পরিহিত স্কুল-কলেজপড়ুয়া কিছু ছেলে তাকে ধাওয়া করে ছুরিকাঘাত করার দৃশ্য রয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়।

নিহত সানি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনের শ্যালক। ঈদুল আজহার আগে ঢাকা থেকে চট্টগ্রাম নগরের খুলশীতে বোনের বাসায় বেড়াতে এসেছিল সে।

ঢাকার মিরপুরে একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত সানি। ঢাকায় যাওয়ার দুই বছর আগে চট্টগ্রামে বোনের বাসায় থাকত। ওই সময় নগরের সারমন স্কুল অ্যান্ড কলেজে পড়ত সে।

হত্যার ঘটনায় সানির বড় বোন মাহমুদা আক্তার বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।