সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নিঃসন্দেহে মেসি সর্বকালের সেরা খেলোয়াড় : বার্সা প্রেসিডেন্ট

| প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০১৯ | ১১:১৫ অপরাহ্ন

ফুটবল : বর্তমানে বিশ্বের ফুটবল জাদুকর বলা হয় লিওনেল মেসিকে। তিনি যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এতে কোন সন্দেহের অবকাশ নেই।  যদিও অনেকেই দিয়েগো ম্যারাডোনা এবং রোনাল্ডোর সঙ্গে তুলনা করেন এই আর্জেন্টাইন তারকাকে।

মেসি প্রসঙ্গে শুক্রবার (২৯ নভেম্বর) বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটকে বার্সা প্রেসিডেন্ট বার্তমেউ বলেন, ‘নিঃসন্দেহে মেসিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। সে বিশ্ব ফুটবলে বিশাল অবদান রেখেছে।  বার্সার মতো এত সাফল্য বিশ্বের আর কোনো ক্লাব পায়নি।  আর এটা সম্ভব হয়েছে এমন একজন খেলোয়াড়ের জন্য যে ছয়টি গোল্ডেন বুট কিংবা পাঁচটি ব্যালন ডি’অর পুরস্কার ঘরে তুলেছে।’

এদিকে, কুতিনহো মনে করেন বার্সেলোনায় নাম্বার টেন একজনই (লিওনেল মেসি)। ও বিশ্বের সেরা, সর্বকালের সেরা নাম্বার টেন।’

একুশে/এএ