বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চবি ছাত্রলীগের একাংশের নিয়ন্ত্রক দিয়াজের রহস্যজনক মৃত্যু

| প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০১৬ | ১০:১০ অপরাহ্ন

diazচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। রাত পৌনে ১০টার দিকে দরজা ভেঙে বাসার ভেতর ঢুকে পুলিশ লাশ উদ্ধার করে। কিভাবে মৃত্যু হয়েছে সেটা তদন্তসাপেক্ষে বলা যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দিয়াজ ইরফান চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছিলেন।দিয়াজের মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের কর্মকর্তা। তার বাবা নেই।

জানা গেছে, সম্প্রতি চবি ছাত্রলীগ নেতা তপুর উপর হামলার জের ধরে দিয়াজের বাসায় ভাংচুর করে ছাত্রলীগের একটি অংশ। এরপর থেকে তার মা ওই বাসায় থাকেন না। তার ছোট ভাই ঢাকায় থাকেন। দিয়াজ একাই বাসায় থাকেন।

এদিকে দিয়াজের মৃত্যুর খবরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।