বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আজ শুভ বড়দিন

| প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর ২০১৬ | ৮:৪৬ পূর্বাহ্ন

borodinআজ ২৫ ডিসেম্বর, রোববার। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ও যিশুখ্রিষ্টের জন্মদিন শুভ বড়দিন। প্রতি বছরের মতো এবারও ২৫ ডিসেম্বর শনিবার রাত ১২ টা ১ মিনিট থেকে রাজধানীর গির্জাগুলোতে পালন করা হচ্ছে এই উৎসব।

বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জা, কাকরাইল সেন্ট মেরি ক্যাথিড্রাল চার্চ, মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ সাজানো হয়েছে। গির্জার প্রবেশপথে সাজানো হয়েছে ক্রস এবং শুভেচ্ছা কার্ডসহ উপহারসামগ্রী বিক্রির দোকান। খ্রিষ্টান পরিবারগুলোর বাড়িতেও তৈরি করা হয়েছে ক্রিসমাস ট্রি।

এদিকে বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, ঢাকা রিজেন্সি হোটেল সাজানো হয়েছে রঙিন বাতি, বেলুন, ক্রিসমাস ট্রি, আর ফুল দিয়ে। আজ দিনভর হোটেলগুলোতে চলবে বিভিন্ন আনন্দ-উৎসব।