সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবিতে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন

| প্রকাশিতঃ ১ জুন ২০২০ | ১১:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীব বিজ্ঞান অনুষদে স্থাপিত করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন এই ল্যাবে ৫০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করেন। শুরুতে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার স্বাগত বক্তব্য রাখেন এবং করোনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অবহিত করেন।

ভিডিও কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ বেগম ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এবং চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দরকার বেশি বেশি নমুনা পরীক্ষার মাধ্যমে রোগী শনাক্তকরণ, রোগীর সংস্পর্শ নিরুপণ এবং শনাক্তকৃত রোগীকে যথাযথভাবে সেবা প্রদান। এ ল্যাব বিশ্ববিদ্যালয় পরিবার তথা চট্টগ্রামবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

ভিডিও কনফারেন্সে উপাচার্য বলেন, এ ল্যাব প্রতিষ্ঠার ফলে চট্টগ্রামবাসী বিশেষ উপকৃত হবেন। এখানে নমুনা পরীক্ষায় শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের বিচক্ষণতার পরিচয় দিয়ে নিয়মিত নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, করোনাভাইরাস টেস্টের জন্য আমাদের ল্যাব প্রস্তুত। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম স্বাস্থ্য অধিদপ্তর সরবরাহ করেছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থেকে পাঠানো নমুনা এই ল্যাবে পরীক্ষা করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটা বুথ বসানো হবে। যাতে তারা সেখানে নমুনা পরীক্ষা করতে পারে। ল্যাবের টেকনিশয়ান হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কাজ করবেন।