দেশের সব জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করপোরেট সিমের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর নেয়া সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবস্থা নিতে এরইমধ্যে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, সরকারি সব অফিসে টেলিফোন সচল রাখার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। জরুরি প্রয়োজনে যেকোনও সময় যোগাযোগের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করপোরেট সিম চালু করার ব্যবস্থাও নিতে জেলা বলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও সরকারি অন্য দফতরের কর্মকর্তাদের করপোরেট সিম চালু করার ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অবহিত করছেন জেলা প্রশাসকরা।
‘মাঠ প্রশাসনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের করপোরেট সিম দেয়া হয়েছে’ উল্লেখ করে বরিশালের বিভাগীয় কমিশনার জানান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও অন্য কিছু দফতরের কর্মকর্তাদের করপোরেট সিম আগে থেকেই চালু রয়েছে। এখন কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে এসব সিম চালু করা যায় তার ব্যবস্থা নেয়া হচ্ছে।