বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

এমপি লিটন হত্যা : থানা জামায়াতের আমির আটক

| প্রকাশিতঃ ৮ জানুয়ারী ২০১৭ | ৪:৪০ অপরাহ্ন

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে থানা জামায়াতের আমির সাইফুল ইসলাম মণ্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারী (শখের বাজার) এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম মণ্ডল সুন্দরগঞ্জ পূর্ব থানা জামায়াতের আমির ও চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

বিকেল পৌনে ৪টার দিকে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সংসদ সদস্য লিটন হত্যা মামলায় সাইফুল ইসলাম মণ্ডল জড়িত থাকতে পারে। এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।