মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জনপ্রতিনিধি থেকে শুরু করে কারো মুখেই মাস্ক নেই!

প্রকাশিতঃ ৭ অগাস্ট ২০২০ | ১০:২৩ অপরাহ্ন


করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরা চট্টগ্রামের লোকজনের একটি বড় অংশই বাইরে মাস্ক পরতে চাচ্ছেন না। আজ শুক্রবার বিকেলে নগরে ‘শেখ কামাল স্মৃতি আন্ত:ওয়ার্ড মিনি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনকালে উপস্থিত জনপ্রতিনিধিসহ অধিকাংশের মুখে মাস্ক দেখা যায়নি।


বেঁচে থাকার তাগিদে অনেক মানুষকে ঘর থেকে বের হতেই হচ্ছে। এ অবস্থায় ঘরের বাইরে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু এই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না। করোনাভাইরাস মহামারীর এই সময়ে মুসলিম উচ্চ বিদ্যালয়ের পাশে শুক্রবার বিকেলে কেউ বসে গল্পে মেতেছে, কেউবা পান করছে চা। তাদের কারও মুখে নেই মাস্ক।


চসিকের এই পরিচ্ছন্নকর্মীরা বলেছেন, মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে। তাই মাস্ক পরার নিয়ম তারা মানতে পারছেন না। শুক্রবার বিকেলে তোলা ছবি।

ছবি: আনিসুজ্জামান দুলাল