বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সিইসিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ

| প্রকাশিতঃ ৭ জানুয়ারী ২০২১ | ১২:৫৯ অপরাহ্ন


ঢাকা : প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

দুদক চেয়ারম্যানের কাছে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী বৃহস্পতিবার সকালে অভিযোগ দাখিল করেন। শিশির মনির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।