
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রুয়ারী পটিয়া পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন।
মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয়দিনে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পর্যন্ত কাউন্সিলর পদে মোট ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে মেয়র পদে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
এর আগে বুধবার (৬ জানুয়ারি) থেকে পটিয়া উপজেলা নির্বাচন অফিস মনোনয়ন বিতরণ করা শুরু করে।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইন জানান, পটিয়া পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত দুইদিনে মোট ৩১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে মেয়র পদে এখনও পর্যন্ত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেনি।
সাধারণ কাউন্সিলর পদে মোট ২৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে মোট ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, ১ নম্বর ওয়ার্ডে ২ জন, ২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৫ নম্বর ওয়ার্ডে ১ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ২ জন, ৯ নম্বর ওয়ার্ডে ২ জন, সংরক্ষিত-১ (১,২,৩) আসনে ২ জন, সংরক্ষিত-২ (৪, ৫, ৬) আসনে ৩ জন, সংরক্ষিত-৩ (৭, ৮, ৯) আসনে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সংরক্ষিত-২ আসনে মনোনয়ন ফরম নিতে আসা (বর্তমান নারী কাউন্সিলর) ইয়াছমিন আকতার চৌধুরী বলেন, আমি দ্বিতীয়বারের মতো নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে যাচ্ছি। গত নির্বাচনে আমি প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জনগণের ব্যালটের সাড়ায় জয়ী হয়েছি। আমার শ্বশুর মরহুম হামিদুর রহমান পটিয়া সরকারী কলেজের প্রতিষ্ঠাতা ও পটিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি বলেন, আমার শ্বশুরের ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার উদ্দেশ্যেই আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। বর্তমান সরকার ও পটিয়ার হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়নের ধারাকে বেগবান করতেই আমার নির্বাচনে অংশগ্রহণ।
প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের শেষ দিন। এরপর ১৯ জানুয়ারি বাছাই, ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।