মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নওগাঁয় আইনজীবীকে লাঞ্ছিত করায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

| প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২১ | ৯:১১ অপরাহ্ন


নওগাঁ : নওগাঁর আদালত চত্বরে আবু সাঈদ মুরাদ নামে এক আইনজীবীকে লাঞ্ছিত করে ক্লোজড হলেন ৪ পুলিশ সদস্য। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার পুলিশ সদস্য ক্লোজড ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করলেও কাদেরকে ক্লোজড করা হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি

এর আগে গত ১ জানুয়ারি বেলা ১১টার দিকে অ্যাডভোকেট আবু সাঈদ মুরাদ রিকশা নিয়ে আদালত চত্বরে প্রবেশের সময় ট্রাফিক ইন্সপেক্টর রাজিব ও পুলিশ সদস্য মুক্তার হোসেনসহ কয়েকজন তাকে বাধা দিয়ে রিকশা না নিয়ে ভেতরে প্রবেশ করতে বলেন। এতে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে ওই আইনজীবীকে অশালী গালিগালাজ ও মারপিট করা হয় বলে অভিযোগ ওঠে।

এদিকে সহকর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। এতে ভোগান্তিতে পড়েছেন আদালতে সেবা নিতে আসা সাধারণ মানুষ। আইনজীবীরা কর্মবিরতী পালন করায় সেবাপ্রার্থীরা দূর-দূরান্ত থেকে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

আইনজীবীকে লাঞ্ছিতের ঘটনায় এখনও সুস্পষ্ট কোনো সুরাহা না হওয়ায় বুধবার আবারও আইনজীবীদের সঙ্গে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হচ্ছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, বিষয়টি নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনজীবীদের সঙ্গে আবারও বৈঠক হচ্ছে। সমাধানের চেষ্টা অব্যাহত আছে।

হাফিজুর রহমান নামে এক আইনজীবী বলেন, শুনেছি চার পুলিশ সদস্যকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। আসলে কাদের ক্লোজ করা হয়েছে তা এখনও স্পষ্ট না। অভিযুক্ত পুলিশ সদস্য ছাড়া অন্য কোনো সদস্য ক্লোজ হলে তো হবে না। কাগজ পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।