সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হল খোলার প্রস্তুতি নিতে ৫০ কোটি টাকা পাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

| প্রকাশিতঃ ২ মার্চ ২০২১ | ২:৩১ অপরাহ্ন


ঢাকা : করোনা মহামারির কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল গত এক বছর ধরে বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা মেনে আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলবে। আর ১৭ মে খুলে দেয়া হবে আবাসিক হল।

হল খোলার প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে ৫০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বরাদ্দ দেয়া এ অর্থে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও আবাসিক হলে সংস্কার কাজ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে, এগুলোর সংস্কার প্রয়োজন।

এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিতে ইউজিসিকে নির্দেশনা দেয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আছে, তারা এ টাকা পাবে।