চট্টগ্রাম: চট্টগ্রামে জায়গা পেলেই মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চট্টগ্রাম স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক এগিয়ে আছে। চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। সংসদে এ সংক্রান্ত একটি বিলও পাশ হয়েছে। জায়গা পেলেই নির্মাণ কাজ শুরু হবে। সরকারের মেয়াদ থাকতেই আমরা কাজে হাত দিব।
এসময় বিএমএ নেতারা মন্ত্রীর পক্ষে স্লোগান দিলে তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিএমএ’র কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করা, আমার পক্ষে স্লোগান দেয়া নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে যে অগ্রগতি হয়েছে তা অব্যাহত রাখতে হবে।
স্বাস্থ্য বিভাগে সংকট প্রসঙ্গে তিনি বলেন, স্বস্থ্য বিভাগে লোকবল সংকট দীর্ঘদিনের সমস্যা। ২৬ মে অর্থমন্ত্রীর সঙ্গে বসবো। জুনের মধ্যেই অনেক অ্যাম্বুল্যান্স পাবো। যেখানে যেখানে নেই সেখানে অ্যাম্বুল্যান্স দেওয়া হবে। তিন দিন পর অনেক নতুন ডাক্তার দিচ্ছি। স্বাস্থ্য সেবার উন্নয়নে যেসব এলাকায় ডাক্তার কম, সেসব এলাকায় ডাক্তার নিয়োগ দেয়া হবে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরটি টিনশেডের স্থলে পাকা ভবন করে দেওয়া হবে।
এদিকে মঙ্গলবার বেলা ১টা ২২মিনিটে স্কাইপিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৬ শয্যার আইসিইউ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডাঃ মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ ডাঃ সেলিম মোঃ জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জালাল উদ্দিন প্রমুখ।