শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ছাত্রলীগ নেতা রনির একটি মামলায় জামিন, অপরটিতে নামঞ্জুর

| প্রকাশিতঃ ২৫ মে ২০১৬ | ৩:১১ অপরাহ্ন

ronyচট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ‍আজিম রণি একটি মামলায় জামিন পেয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দেয়া দুই বছরের কারাদন্ডের বিরুদ্ধে আপিল করে জামিন পান নুরুল ‍আজিম রণি। তবে একই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তার জামিন না মেলায় বুধবার কারামুক্ত হতে পারেননি তিনি।

বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোঃ নূরুল হুদা আপিল আবেদন ও অস্ত্র মামলায় জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে আপিল আবেদন গ্রহণ করে জামিনের আদেশ দিলেও অস্ত্র আইনের আরেকটি মামলায় জামিন নামঞ্জুর করেন।

রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, কারাদন্ডের বিরুদ্ধে আপিল আবেদন আদালত গ্রহণ করেছেন এবং জামিন দিয়েছেন। তবে অস্ত্র মামলায় জামিনের আবেদনটি আদালত বিবেচনা করেননি। আমরা হাইকোর্টে রণির জামিনের আবেদন করব।

বুধবার রণির পক্ষে জামিন শুনানিতে অংশ নেন প্রায় শ’খানেক আইনজীবী। আর আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে গত ৭ মে বেলা সোয়া ১২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রণিসহ নয়জনকে আটক করে বিজিবি। এসময় রনির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রণিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদন্ড দেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় রণির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।