মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পরীমনির দ্বিতীয়-তৃতীয় রিমান্ডের ব্যাখ্যা তলব হাইকোর্টের

| প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২১ | ৪:২৫ অপরাহ্ন


ঢাকা : পরীমনিকে পর পর তিন দফা রিমান্ডে নেওয়ার বিষয়ে ব্যাখা দিতে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। একইসাথে এ মামলায় বিচারিক আদালতের নথিও তলব করা হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে এক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্জ এ আদেশ দেন।

এ মামলার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

পরীমনিকে পর পর তিন দফা রিমান্ডে নেয়া হয়। এরমধ্যে দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়।

মাদকের আইনে দায়ের করা মামলায় ১৯ দিন জেল খেটে বুধবার জামিনে মুক্তি পান চলচ্চিত্র নায়িকা পরীমনি।

এর আগে গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে বিপুল মদ ও মাদকসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন পরীমনি। পরে তার বিরুদ্ধে মামলাও হয়। সেই মামলায় কয়েক দফা শুনানি শেষে গত ১৩ আগস্ট নায়িকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। ছাড়া পেয়েছেন বুধবার সকালে।