মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কারাগার-থানায় বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ হাইকোর্টের

| প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২১ | ৯:০০ অপরাহ্ন


ঢাকা : সঠিকভাবে মামলার আসামি চিহ্নিত করতে সরকারকে দেশের সব কারাগার ও পুলিশ স্টেশনে পর্যায়ক্রমে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযুক্তদের আঙুলের ছাপ, হাতের তালু ও চোখের মণির ছবি সংরক্ষণের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গ্রেপ্তারের পর অভিযুক্তদের মুখমণ্ডলের ছবি ডেটা ব্যাংকে সংরক্ষণ করতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।