সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নিজ গ্রামে সংবর্ধিত হলেন নবনিযুক্ত মহানগর পিপি আবদুর রশীদ  

| প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২২ | ৪:১২ অপরাহ্ন

পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ার নিজ গ্রামের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনিযুক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আবদুর রশীদ।

শনিবার দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় বদর আউলিয়া মাদ্রাসা চত্বরে গ্রামবাসীর উদ্যোগে তাকে সংবর্ধিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফকিরপাড়া বদর আউলিয়া কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা আবদুল জব্বার মেম্বার, মীর কাশেম, মফিজুর রহমান, সরোয়ার উদ্দিন, এডভোকেট মনিরুজ্জামান সুমন, মীর আহমদ, মিয়া মোহাম্মদ বাদশা, জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শহীদুল আলী মন্জু, গোলাম কিবরিয়া, সাংবাদিক আ ন ম সেলিম, জয়নুল আবেদীন জুমন, নাজিম উদ্দীন বাবুল, বজলুল রহমান ওয়াহেদ, জুয়েল খান, কায়সার আলম, আবিদুর রহমান, লেয়াকত মেম্বার, সাইয়ুম, করিম মেম্বার, ছবুর, গফুর, আলী আজগর, মাসুদ করিম, এডভোকেট আনিসুজ্জামান ইমন, রাশেদ করিম, সবুজ, মোরশেদ করিম, ওয়াসিম, সাইসম সুজন, আসাদুজ্জামান, রিমন, আরমান, নজরুল প্রমুখ।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন এডভোকেট আবদুর রশীদ একজন মেধাবী আইনজীবী। তার মেধা ও বিচক্ষণতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সম্মানিত করেছেন। আইনমন্ত্রীর আস্থাভাজন হিসেবেও তিনি পরিচিত। অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে  আইন পেশায় তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংবর্ধিত নয়া পিপি এডভোকেট আবদুর রশীদ বলেন, আজকের এ সংবর্ধনা অনুষ্ঠান সত্যি আমার জন্য একটি আবেগঘন দিন। যে গ্রামে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এ গ্রামেই কেটেছে আমার শৈশব। এখানে জড়িয়ে আছে আমার অজস্র স্মৃতি। পরিবার থেকে উৎসাহ পেয়েছি বলে আজকে আমি পিপি হতে পেরেছি। এ অর্জন আমার গ্রামের মানুষেরও।