চট্টগ্রাম : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অভ্যন্তরে ১২ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের সুযোগ সুবিধা সম্বলিত স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজি ওয়াছি উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র স্টেট অফিসার আবু হেনা মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে কাজি ওয়াছি উদ্দিন বলেন, বর্তমানে বিশ্বের দরবারে এক পরাশক্তি বাংলাদেশ ক্রিকেট দল। যেকোনো মুহুর্তে খেলার অনুশীলন চালিয়ে যেতে এই ইনডোর কমপ্লেক্স দারুন সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির। তিনি বলেন,বিশ্বের সঙ্গে তালমিলিয়ে খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা তারই অংশ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, প্রধানমন্ত্রীর উপহার প্রতিটা জেলায় পৌঁছে যাচ্ছে। চট্টগ্রামের মানুষ এসব উপহার পেয়ে মহাখুশি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তফা জামাল। আরও উপস্থিত ছিলেন অমল গুহ, কাজী হাসান বিন সামস, মাহফুজুর রহমান, রাজিব দাশ প্রমুখ।