ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এর আগে রোববার দিনগত রাতে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন।