বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকব: সিইসি

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৩:৪৬ অপরাহ্ন


ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকবে কমিশন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকের এসব কথা বলেন।

ভোটের পরিবেশ নিয়ে ইসি কি কাজ শুরু করেছে এমন প্রশ্নে জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘খুব জটিল প্রশ্ন। এই মুহূর্তে এ প্রশ্নের উত্তর দিতে পারব না। ভোটের পরিবেশ ইসি নিশ্চয়ই পর্যবেক্ষণ করতে থাকবে। নির্বাচন তিন মাস, চার মাস, ছয় মাস পরে হবে। কিন্তু পর্যবেক্ষণ অবশ্যই সজাগ রাখতে হবে।’

কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হোক নির্বাচন কমিশন তা চায় না জানিয়ে সিইসি বলেন, ‘আমরা কোনোভাবেই চাইব না কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হোক।

জামালপুরের ডিসিকে প্রত্যাহার করার চিঠি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘তফসিলের আগে চিঠি দিতে কোথাও বাধা নেই। পাঁচ বছর পুরো সময়টাই নির্বাচন কমিশনের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার রয়েছে। তপসিল ঘোষণার পর স্পেসিফিক কিছু দায়িত্ব বাধ্যতামূলকভাবে আমাদের করতেই হবে। তপসিলের আগেও এমনটি করা যায়, যদি এমন কোনো কিছু হয় যেটা নির্বাচনের আস্থাভাজনতা, সরকার বা নির্বাচন কমিশনের আস্থাভাজনতা বা যারা নির্বাচন করবেন তাদের পক্ষপাতহীন আচরণ নিয়ে বিতর্ক তৈরি করে। তাহলে নির্বাচন কমিশন অবশ্যই সরকারের নজরে সেটা আনতে পারে। এটা নির্বাচনের স্বার্থে, মানুষের আস্থার স্বার্থে, সরকারের স্বার্থে এবং নির্বাচন কমিশনের স্বার্থে।’