মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা বিকেলে

| প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০২৩ | ৯:০৮ পূর্বাহ্ন


ঢাকা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

রোববার (২৬ নভেম্বর) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বিকেলে ৪টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রে যদি ভোটার আসতে পারে, তাহলে তার দল ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।