সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

| প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চান্দগাঁও থানার বাদশা চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মাঈনুদ্দীন (৫০) চেয়ারম্যানঘাটা জলিল সওদাগর ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মাঈনুদ্দীন। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।