সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বাসের কাচ ভাঙার ঘটনায় যুবক আটক

| প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০১৭ | ৬:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ১০ নম্বর রোড়ের একটি বাসের কাচ ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ডবলমুরিং থানার চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. ফোরকান (২২) নগরের আগ্রাবাদ এলাকার এয়াকুব আলী সওদাগর বাড়ির মোহাম্মদ মুসার ছেলে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, বহদ্দারহাট থেকে পতেঙ্গাগামী ১০ নম্বর রোড়ের একটি বাস চৌমুহনি এলাকায় পৌঁছার পর একটি রিকশাকে ধাক্কা দেয়। এসময় রিকশায় থাকা যুবক উত্তেজিত হয়ে ওই বাসের কাচ ভেঙে ফেলে। ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।