সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

| প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০১৭ | ৪:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেন (২৯) চট্টগ্রামের মিরসরাইয়ের পাতাকোর্ট এলাকার মো. শামসুল হকের ছেলে।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, কাঠগড় এলাকায় সন্দেহজনক চলাফেরার সময় এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৫০টি পলিব্যাগে রাখা ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানিয়েছে, সে মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।