সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিল পাচার, গ্রেফতার ২

| প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০১৭ | ৫:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৯১৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোর ৪টার দিকে বড় দারোগাহাট বাজার এলাকায় ওজন স্কেল স্টেশনের সামনে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ইসমাইল প্রকাশ সাদ্দাম (২৭) এবং সোহেল সিকদার (৩০)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পণ্য পরিবহনের আড়ালে ওই কাভার্ডভ্যানে ফেনসিডিল বহন করা হচ্ছে। কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাওয়া ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৯১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সীতাকুন্ড থানায় মামলা হয়েছে।