চট্টগ্রাম: হাটহাজারী উপজেলাধীন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী এ অভিযান পরিচালনা করেন।
উক্ত এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে অভিনব কায়দায় মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি মহল।উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের একটি পাম্প মেশিন ও পাইপ জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী মাটি ও বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার মনসুর নামে এক ব্যক্তি পাহাড় কাটায় জড়িত রয়েছে। যারা পরিবেশ আইন অমান্য করে পাহাড় কাটার সাথে জড়িত রয়েছে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।