চট্টগ্রাম: সাইবার অপরাধের শিকার হলে থানায় সাধারণ ডায়েরী করে পরবর্তীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম।
রোটারি ও রোটারেক্ট ক্লাব অব চিটাগং সাগরিকার উদ্যোগে আয়োজিত ‘সাইবার অপরাধ সচেতনতা’ বিষয়ক সেমিনারে তিনি এই পরামর্শ দেন। নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে শনিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গোয়েন্দা কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, পৃথিবীর সব দরজা বন্ধ হয়। কিন্তু কখনো থানার দরজা বন্ধ হয় না। আপনি যখনই কোন সাইবার অপরাধে শিকার হবেন, সাথে সাথে থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করবেন। সেই জিডির কপি নিয়ে ডিবি পুলিশের কার্যালয়ে আসুন। আমরা সদা প্রস্তুত আপনাকে সেবা দিতে।
তিনি বলেন, হ্যালো সিটি সিএমপি নামক মোবাইল অ্যাপস থেকেও আপনি সেবা পেতে পারেন। আর সাইবার অপরাধে শিকার হলে, কখনোই ভয় বা লজ্জা পাবেন না।
রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুলের সঞ্চালনায় ও কলেজ অধ্যক্ষ মানোয়ার জাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্যাচিফিক জিন্স এর সহকারী জেনারেল ম্যানেজার মৃনাল কান্তি নাথ ও এ্যাডভোকেট আসাদুজ্জামান খান।
মৃনাল কান্তি নাথ বলেন, প্রতিটি একাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার এবং পাসওয়ার্ডগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে সাইবার অপরাধে স্বীকারের ঝুঁকি কমিয়ে দেয় অনেকাংশ।
আসাদুজ্জামান খান বলেন, আইন হচ্ছে তাদের জন্য, যারা সচেতন। আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আইনের প্রচার বাড়াতে হবে ও প্রয়োগ নিশ্চিত করতে হবে।
মনোয়ার জাহান বেগম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু সম্ভব নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। ভার্চুয়াল ভালোবাসা ছেড়ে বাস্তবিক ভালবাসায় ফিরে আসা উচিত।
সেমিনারে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের প্রায় দুইশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার সভাপতি রোটারিয়ান ইসমাইল সামির, রোটারেক্ট সভাপতি মিশুক রায় ও রোটারেক্টর আমির খসরু প্রমুখ।