সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

| প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০১৭ | ৪:২৪ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : এস এম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২৩ জন। যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে নয়জনকে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নয়জন।

আবু বকর জীবনকে প্রচার সম্পাদক, নইমুল হোসাইন মাহফুজকে উপ প্রচার সম্পাদক, আবু তায়েব সোহেলকে দপ্তর সম্পাদক ও দিদারুল আলমকে উপ দপ্তর সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিতে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাইনুল মান্নান। উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাহাব উদ্দিন ও মো. ফাহিম। সহ সম্পাদক হয়েছেন রিপন তালুকদার।

এই কমিটির সাথে জিসান মাহমুদকে কেন্দ্রীয় সহ-সম্পাদক ও মো. আফাজ উদ্দিন বাপ্পীকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়।