সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের কারাদন্ড

| প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০১৭ | ৬:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ২২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন আদালত। আসামি আব্দুস শুক্কুরকে (৪৪) আট বছর এবং নাহার বেগম (২৮) নামে অন্যজনকে সাত বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

আসামিদের মধ্যে আব্দুস শুক্কুর কারাগারে। তবে নাহার বেগম পলাতক। দুইজনই কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা।

প্রসঙ্গত গত বছরের ২৩ জুলাই নগরীর বিমান বন্দর সড়কে তল্লাশি চালিয়ে আব্দুস শুক্কুরের কাছ থেকে ১৪ হাজার ২০০ এবং নাহার বেগমের কাছ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ মামলায় গত বছরের ৩০ অগাস্ট অভিযোগপত্র দেওয়া হয়। চলতি বছরের ১১ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।

চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ছয়জনের সাক্ষ্য শেষে আদালত শুক্কুরকে আট বছর ও নাহারকে সাত বছর সাজা দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।