সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হোল্ডিং ট্যাক্স নিয়ে কাউন্সিলরদের সঙ্গে মেয়র নাছিরের মতবিনিময়

| প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০১৭ | ৭:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম: হোল্ডিং ট্যাক্স নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার বিকেলে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ওই মতবিনিময় সভায় ১১ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং ৩৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির আলোকে এবং আইনের বাধ্যবাধকতার ভিত্তিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্প্রতি পঞ্চবার্ষিকী পৌর কর পুনঃমূল্যায়ন সম্পন্ন করেছে। এ পুনঃমূল্যায়নের খসড়া তালিকা হোল্ডারদের নিকট প্রকাশ করেছে। এ সংক্রান্ত বিষয়ে সম্মানীত হোল্ডারদের আপিল বা আপত্তি পেশ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামী ১১ নভেম্বর পর্যন্ত সময় ধার্য্য করেছে। এছাড়াও হোল্ডারদের আপিল বা আপত্তি নিষ্পত্তি করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিভিও বোর্ড গঠন করেছে।

মতবিনিময় সভায় ওয়ার্ড পর্যায়ে কর মেলা আয়োজন এবং রিভিও বোর্ডের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওয়ার্ড পর্যায়ে হোল্ডিং ট্যাক্স এসেসম্যান্ট সংক্রান্ত যে কোন জটিল বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের সাথে পরামর্শ করা এবং হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে জন আকাংখা তুলে ধরার জন্য ওয়ার্ড পর্য্যায়ে সভা সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া প্রমান সাপেক্ষে হতদরিদ্র, দরিদ্র ও অস্বচ্ছল জনগোষ্ঠির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা এবং নগরীর আদিবাসীদের হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। কাউন্সিলরদের সঙ্গে এই মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড.মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।