সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পিস্তলসহ গ্রেফতার অস্ত্র বিক্রেতা

| প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০১৭ | ৫:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে এক পেশাদার অস্ত্র বিক্রেতা আমেরিকায় তৈরী পিস্তল ও দুটি ম্যাগজিনসহ গ্রেফতার হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়ক থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সুহৃদ চাকমা (৪৬) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লালমোহন পাড়ার মোহন চাকমার ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা উদ্ধারের ঘটনায় একটি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, বিমানবন্দর সড়কের ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। একপর্যায়ে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সুহৃদ চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে ধরা হয়। এরপর তার পকেটে বিদেশী পিস্তল ও দুটি ম্যাগজিন পাওয়া যায়। এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।