সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চমেক হাসপাতালে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

| প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০১৭ | ৬:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এস এ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই প্রকল্পটির কাজ করছে। মঙ্গলবার সকালে ফলক উম্মোচন করে প্রতিকৃতি নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় আ জ ম নাছির উদ্দীন বলেন, পৃথিবী যতদিন টিকে থাকবে বাংলাদেশসহ বিশ্বের দেশে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও কীর্তি চিরঞ্জিব থাকবে। বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার অবদান। তাকে দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্স করে জ্ঞাণেগুনে সমৃদ্ধ হওয়ার প্রয়াস অব্যাহত আছে।

মেয়র দলমত নির্বিশেষে সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বীকার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।

চসিক সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অফিস প্রাঙ্গনে আধুনিক প্রযুক্তি নির্ভর ম্যুরালটি হবে ৬ ফুট উঁচু, ২৩ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত একটি প্ল্যাটফর্মের ওপর বঙ্গবন্ধুর ছবিসহ ২০ ফুট ১১ ইঞ্চি উঁচু। প্রতিকৃতির আকার হবে ১৩ ফুট ১০ ইঞ্চি বাই ১০ ফুট ৯ ইঞ্চি। প্রতিকৃতির উভয়পাশে ২টি করে মোট ৪ টি খিলান থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রাম এর সভাপতি ডা. মুজিবুল হক, সাধারন সম্পাদক ডা. ফয়সল ইকবাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।