
চট্টগ্রাম : গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আজ চট্টগ্রামে ‘এবি পার্টি’ আয়োজিত এক কর্মশালায় বক্তারা গণঅভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি, আহতদের চিকিৎসা এবং ‘খুনি’ হাসিনা ও অন্যান্যদের বিচারের দাবি জানান।
তারা উপদেষ্টা পরিষদকে রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে দৃশ্যমান পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।
দলের কাজির দেউড়িস্থ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় মূল আলোচনা উপস্থাপন করেন দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক।
অন্যান্য বক্তারা গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দেয়ার ওপর জোর দেন। কর্মশালায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।