বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০২৪ | ১২:৪০ অপরাহ্ন


খাইরুল ইসলাম : চট্টগ্রাম শহরের এক প্রান্তে, সমুদ্রের পাশ ঘেঁষে অবস্থিত হালিশহর আনন্দবাজারে চলছে শীতকালীন সবজির চাষ। অক্টোবর মাস থেকেই এই এলাকায় প্রান্তিক কৃষকেরা তাদের জমিতে শীতকালীন সবজির চাষ শুরু করেন।

অধিক লাভের আশায় কৃষকেরা দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন মাঠে, তারা জমি পরিচর্যা করছেন এবং আগাম সবজির সঠিক পরিচর্যায় ব্যস্ত রয়েছেন।

এবারের শীতের আবহাওয়া এবং মাটির উর্বরতা অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। বিশেষ করে আগাম জাতের সবজি চাষে ঝুঁকছেন তারা, কারণ এতে দ্রুত ফসল ঘরে তুলে বাজারজাত করার সুযোগ রয়েছে।

এরই মধ্যে কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে, যা দেখেই কৃষকেরা লাভের স্বপ্ন বুনতে শুরু করেছেন। বাজারদর ভালো থাকলে এই আগাম সবজি চাষ তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

এই ছবি গুলো তোলা হয়েছে গত ৩ নভেম্বর, যেখানে চট্টগ্রামের এই প্রান্তিক কৃষকদের পরিশ্রম ও আশা প্রতিফলিত হয়েছে, যারা নিজেদের ভাগ্য বদলাতে বেছে নিয়েছেন শীতকালীন সবজির আগাম চাষ।