
চট্টগ্রামের বাঁশখালীতে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর আসর শুরু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন অধ্যাপক জামাল উদ্দিন চৌধুরী মডেল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে আসাদগঞ্জ ইয়াং স্টার ক্লাব ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নাপোড়া ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে।
রেফারি মোহাম্মদ আবদুল খালেকের পরিচালনায় অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। পরে ট্রাইব্রেকারে আসাদগঞ্জ ইয়াং স্টার ক্লাব জয় ছিনিয়ে নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঁইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আজিজুল হক। আরিফুল ইসলাম রকির সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান আশিক বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর স্মৃতিকে ধরে রাখতে তরুণদের এই আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা তরুণ সমাজকে যেমন সুস্থ রাখে, তেমনি দূরে রাখে মাদক ও সামাজিক অকল্যাণ থেকে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার, বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন এবং সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত হাজারো দর্শককে ধন্যবাদ জানান।