
চট্টগ্রামের পটিয়ায় একটি পুকুর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক পরিচয়বিহীন পুরুষের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তির মা দিঘী থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা ৩টার সময় কয়েকজন তরুণ খেলাধুলা শেষ করে শান্তির মা দিঘী পুকুরে গোসল করতে যান। এসময় তারা পানিতে বিবস্ত্র অবস্থায় একটি লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ পটিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, “পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিমসহ মরদেহটি উদ্ধার করা হয়।”
ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা আরও জানান, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। শরীরের কয়েকটি জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। তিনি বলেন, “এই ক্ষত পুকুরে থাকা মাছে খাওয়ার কারণে হয়েছে, নাকি অন্য কোনো কারণে এই আঘাত, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়না তদন্ত করা হবে।”