মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সিইউজে সভাপতির ওপর হামলা, গ্রেফতার ২

| প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০১৭ | ২:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টচার্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কায়সার হামিদ (২৮) ও সাখাওয়াত হোসেন (২৭)।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বরূপ ভট্টচার্যের অসুস্থ বাবা এবং দুর্ঘটনায় আহত সাংবাদিক স ম ইব্রাহীমকে দেখে রিকশা করে বাসায় ফিরছিলাম। রাত ১২টার কিছু পরে জামালখান মোড়ে রিকশায় আসার পথে পেছন দিক থেকে মোটর সাইকেলে করে দুই যুবক এসে আমাদের রিকশাকে ধাক্কা দেয়।

তিনি বলেন, এসময় তারা আমাদের মারধর করে মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর নগর পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনারকে ফোনে বিষয়টি জানাই। দ্রুত জামাল খান প্রেস ক্লাবের সামনে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছি আমরা। এদের মধ্যে গ্রেফতার কায়সার হামিদ নানা অপরাধে আগে থেকে জড়িত ছিল। তা বিরুদ্ধে অস্ত্র আইনে, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় মামলা আছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন সাংবাদিক রিয়াজ হায়দার।