চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সিন্ডিকেট সদস্য ও দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, মরহুম তসলিমউদ্দিন চৌধুরী এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, অর্থ কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য হিসেবে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহযোগিতা করেছেন। বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁর ভূমিকা ও অবদানের কথা স্মরণীয় হয়ে থাকবে।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টতার পাশাপাশি তিনি দীর্ঘদিন চট্টগ্রাম ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম অঞ্চলে ডেইরি শিল্পের বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। সংবাদপত্র প্রকাশনা জগতেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়াও এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর সুযোগ্য পিতা মরহুম ইউসুফ চৌধুরীর অবদান সিভাসু পরিবার এখনও শ্রদ্ধাভরে স্মরণ করে।
এর আগে গত বুধবার সকালে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী। একইদিন রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।